নিউ ইয়র্ক সফরে থাকা প্রতিমন্ত্রী নিজের ফেইসবুক পেইজে বুধবার এক পোস্টে এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা নতুন করে ৭১ লাখ ডোজ ফাইজার (যুক্তরাষ্ট্রের অনুদান) এবং ১৮ লাখ ডোজ মডার্নার টিকার (কোভ্যাক্সের নিয়মিত বরাদ্দ) বরাদ্দ পেয়েছি। চলতি বছরের শেষ প্রান্তিকে টিকাগুলো পাঠানো হবে।
শাহরিয়ার আলম লিখেছেন, “আমরা আশা করছি, এই সময়ের মধ্যে টিকার আরও বরাদ্দ পাওয়া যাবে। যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সকে ধন্যবাদ।”
অনুন্নত ও স্বল্পোন্নত দেশগুলোও যাতে করোনাভাইরাসের টিকার ন্যায্য হিস্যা পায়, তা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস ‘কোভ্যাক্স’ নামে এই প্ল্যাটফর্ম গড়ে তুলেছে।