রোববার মাদ্রাসা থেকে তাদের পরিবারকে এই নিখোঁজের কথা জানানো হয় বলে ইসলামপুর থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) অভিযোগ করা হয়।
সোমবার ওই ছাত্রীদের স্বজনরা জিডি করেন বলে ইসলামপুর থানার ওসি মো. মাজেদুর রহমান জানান।
ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাংলা বাজার ‘সভুকড়া দারুতাক্কুয়া মহিলা কওমি মাদরাসা’র এই তিন ছাত্রীর বয়স ৯, ১০ ও ১১ বছর। সবাই দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
তাদের বাড়ি ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়া, গোয়ালের চর ইউনিয়নের সভুকড়া এবং দক্ষিণ সভুকুড়া গ্রামে।
নিখোঁজ এক ছাত্রীর মা জানান, রোববার দুপুরে মাদ্রাসা থেকে তাকে জানানো হয় যে তার মেয়ে মাদ্রাসায় নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে পাওয়া যায়নি।
মাদ্রাসার মুহতামিম আসাদুজ্জামান বলেন, রোববার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য সব ছাত্রীকে ডেকে উঠানো হয়। সবাই নামাজ পড়তে গেলেও ওই তিন ছাত্রী পিছনের জানালা দিয়ে পালিয়ে যায়। পরে অবিভাবকদের বিষয়টি জানানো হয়।
ইসলামপুর থানার ওসি মো. মাজেদুর রহমান জানান, এ ঘটনায় জিডি করা হয়েছে। মাদ্রাসার মুহতামিম মাওলানা আসাদুজ্জামানকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।