এই মৌসুমে বায়ার্ন মিউনিখের সঙ্গে এক দশকেরও বেশি দিনের সম্পর্কে ইতি টেনে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা।
তবে বায়ার্নের সাবেক সভাপতি উলি হোয়েনেস জানালেন নতুন খবর, রিয়াল নয়, বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখতেন আলাবা।
বায়ার্ন ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে হোয়েনেস বলেন, ‘আলাবা একবার আমাকে বলেছিল, সে বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখে। তাই আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে বার্সার কোন খেলোয়াড় বা ক্লাবটির প্রশাসকের সাথে আলোচনা করতে চায় কিনা।’
প্রকট আর্থিক সমস্যা থাকায় সবশেষ দলবদলে লিওনেল মেসি, অ্যান্টনি গ্রিজম্যান, এমারসন রয়েল, ইলাইশ মোরিবাসহ ১০ জন খেলোয়াড় ছাড়তে হয়েছে বার্সাকে। এর বিপরীতে কয়েকজন নামি তারকাদের ভিড়িয়েছে কাতালান ক্লাবটি।
কোন এক সময় বার্সাকে নিজেদের আদর্শ মনে করত বায়ার্ন। প্রেক্ষাপট এখন ভিন্ন বলে মনে করেন হোয়েনেস, ‘বার্সেলোনা এখন আর আমাদের জন্য রোল মডেল নয়। বায়ার্ন অনেক ফেভারিট। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিক্রয় এবং অর্থনৈতিক সমস্যার কারণে বার্সেলোনা সেরার পর্যায়ে নেই।’