ফিলিস্তিন ইস্যুতে প্রতিবাদ জানাতে তিনি মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন টোকিও অলিম্পিককে। জুডোর ৭৩ কেজি ওজন শ্রেণিতে খেলতে অস্বীকৃতি জানান আলজেরিয়ার ফেথি নুরিন। বড় মঞ্চে রাজনৈতিক ইস্যু টেনে নিয়ে আসায় কোচসহ তাকে ১০ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক জুডো ফেডারেশন।
তখন প্রথম রাউন্ডে নুরিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন সুদানের মোহামেদ আবদালরাসুল। তার সঙ্গে জিততে পারলেই পরবর্তী রাউন্ডে খেলতে হতো ইসরায়েলের তোহার বাটবালের বিপক্ষে। কিন্তু ইসরায়েলের প্রতিযোগীর সঙ্গে খেলা এড়াতেই তিনি অলিম্পিক থেকে সড়ে দাঁড়ান তখন।
ফেথির বক্তব্য ছিল, তিনি রাজনৈতিকভাবে ফিলিস্তিনকে সমর্থন করেন। সেই কারণে ইসরায়েলি প্রতিযোগীর বিপক্ষে খেলবেন না। সাথে সাথেই ইসরায়েলের অলিম্পিক সংস্থা ফেথি এবং তার কোচ অমর বেনিখলেফের সদস্যপদ খারিজ করে দেয়। টোকিওর গেমস ভিলেজ ছেড়ে তারা বেরিয়ে যান। ২০৩১ সালের ২৩ জুলাই পর্যন্ত ফেথিকে নির্বাসিত করা হয়েছে। এর আগেও ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফেথি ইসরায়েলের প্রতিপক্ষকে এড়াতে লড়াই ছেড়ে দিয়েছিলেন।