• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন
  • Bengali Bengali English English

তালেবানের ওপর হামলায় নিহত ৩

রিপোর্টার / ১০৬ বার
আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
বোমা হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করছেন তালেবান সদস্যরা। গতকাল জালালাবাদ শহরে।

তালেবানের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘হামলার ঘটনা ছিল টহলরত তালেবান সদস্যদের গাড়ি লক্ষ্য করে। এ ঘটনায় আহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে।’

নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বলেন, হামলায় নিহতের সংখ্যা তিন। এ ছাড়া ১৮ জন আহত হয়েছে।

নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ। প্রদেশটি আইএস জঙ্গিদের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।

গত মাসে কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ২০০ জনের বেশি নিহত হয়। এর দায় স্বীকার করে আইএস। তবে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে দেশটিতে বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

গতকাল শনিবার আফগানিস্তানে মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণার মধ্যেই এই বোমা হামলার ঘটনা ঘটল। আফগানিস্তানে স্কুল খোলার ঘোষণা এসেছে কেবল ছেলেদের জন্য। তবে মেয়েরা কবে ক্লাসে ফিরতে পারবে, সে সম্পর্কে কিছু জানা যায়নি। আফগানিস্তানে তালেবানের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ