• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
  • Bengali Bengali English English

খুলনা বিভাগে কমেছে করোনা শনাক্তের হার ও মৃত্যু

রিপোর্টার / ১৪২ বার
আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা গেছেন। এ সময় ১ হাজার ৫৮১ জনের নমুনা পরীক্ষা করে ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৮২। বিভাগের চার জেলায় নতুন করে কারও করোনা শনাক্ত হয়নি।

মারা যাওয়া ব্যক্তি খুলনার বাসিন্দা। গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৫ জন। আজ খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিভাগে নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন খুলনার ৩৭ জন। এ ছাড়া কুষ্টিয়ার ২৭, যশোরের ১১, ঝিনাইদহের ৪ জন, চুয়াডাঙ্গার ৭ ও সাতক্ষীরার ৬ জন। তবে বাগেরহাট, মাগুরা, মেহেরপুর ও নড়াইলে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আগের ২৪ ঘণ্টার চেয়ে ১৪২টি নমুনা বেশি পরীক্ষা করা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৭ দশমিক ৬১। ওই সময়ে বিভাগে করোনায় ২ জনের মৃত্যু এবং ১০৯ জনের করোনা শনাক্ত হয়। শেষ ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্তের হার ও মৃত্যু কমেছে।

বিভাগে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ হাজার ১১৮ জন। মৃত্যুর হার ২ দশমিক ৭৯। মৃত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৭৯৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায় ৭৬০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১০ জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৮৩ জন। সুস্থতার হার ৯৪ দশমিক ৩৬। বিভাগে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও কমছে। আজ বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগী আছেন ৩ হাজার ১৭৭ জন। এর মধ্যে ২৩৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ