• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন
  • Bengali Bengali English English

জাতিসংঘে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন: মির্জা ফখরুল

রিপোর্টার / ১০৬ বার
আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা- জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে ‘মিথ্যাচার করেছেন’ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। এর আগে নবগঠিত কৃষক দলের নেতাদের নিয়ে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন মির্জা ফখরুল।জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর কী অর্জন দেখছেন- এ প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘অর্জন তার (প্রধানমন্ত্রী) একটাই- আরো বেশি মিথ্যাচার কীভাবে করা যায়।’তিনি বলেন, আপনারা লক্ষ্য করবেন, দেশে গণতন্ত্র নেই। দেশে মানুষের অধিকারগুলো হরণ করা হয়েছে। দেশে নির্বাচন কমিশনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থার সঙ্গে জড়িত সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কীভাবে এই সমস্যাগুলোর সমাধান করবেন, জাতিসংঘে দেওয়া তার গোটা বক্তব্যের কোথাও তিনি তা উল্লেখ করেননি।মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পত্র-পত্রিকায় যেসব লেখালেখি হয়েছে, তা খণ্ডানোর জন্য বেগম খালেদা জিয়া সম্পর্কে তিনি অনেকগুলো নেতিবাচক কথা বলেছেন। আমরা তার এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি।’তিনি বলেন, ‘আমরা আশা করি, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচনী সরকার ব্যবস্থার মাধ্যমে ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। যাতে সত্যিকার অর্থে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে পারে।’রোহিঙ্গা ইস্যু নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলুন আর এই সরকার বলুন, কেউ ইতিবাচক ভূমিকা পালন করেনি- এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এখন পর্যন্ত তারা এই সমস্যা সমাধানের পথ বের করতে পারেনি। তারা এই ইস্যুকে জিইয়ে রেখে আন্তর্জাতিক সুবিধা গ্রহণের চেষ্টা করছে।এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, সহসভাপতি গৌতম চক্রবর্তী, যুগ্ম সম্পাদক প্রকৌশলী টিএস আইয়ুব, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন এমপি ও দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ