স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৬৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৮০। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রংপুরের ৯, পঞ্চগড়ের ২, নীলফামারীর ৫, লালমনিরহাটের ১, ঠাকুরগাঁওয়ের ৬, দিনাজপুরের ৭ ও গাইবান্ধার ৩ জন আছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬ জন। এখন পর্যন্ত বিভাগে করোনায় ১ হাজার ২৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩২৫ জন মারা গেছেন। এ ছাড়া রংপুরে ২৯১, ঠাকুরগাঁওয়ের ২৫০, পঞ্চগড়ের ৮০, নীলফামারীর ৮৭, লালমনিরহাটের ৬৬, কুড়িগ্রামের ৬৮ ও গাইবান্ধায় ৬৩ জনের করোনায় মৃত্যু হয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যবিধি মেন চলতে হবে। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা জরুরি।