• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন
  • Bengali Bengali English English

খুলনা বিভাগে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

রিপোর্টার / ১৪৮ বার
আপডেট : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ২২ জন কুষ্টিয়ার। এ ছাড়া ঝিনাইদহে ১৫, মেহেরপুরে ২, মাগুরায় ১, খুলনায় ৭, যশোরে ১৪, চুয়াডাঙ্গায় ৩, বাগেরহাটে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে নড়াইল ও সাতক্ষীরায় কোনো রোগী শনাক্ত হয়নি।

শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। সেখানে ২৭ হাজার ৮৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায় শনাক্তের সংখ্যা ৪ হাজার ১৪৩ জন। সোমবার বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় চিকিৎসাধীন রোগী ২ হাজার ৬৬১ জন। তাঁদের মধ্যে ২০৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিভাগে মোট মৃতের সংখ্যা এখন ৩ হাজার ১৩০। মৃত্যুর হার ২ দশমিক ৭৯। খুলনা জেলায় সর্বোচ্চ ৭৯৬ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায়, ৭৬৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ