শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। সেখানে ২৭ হাজার ৮৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায় শনাক্তের সংখ্যা ৪ হাজার ১৪৩ জন। সোমবার বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় চিকিৎসাধীন রোগী ২ হাজার ৬৬১ জন। তাঁদের মধ্যে ২০৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিভাগে মোট মৃতের সংখ্যা এখন ৩ হাজার ১৩০। মৃত্যুর হার ২ দশমিক ৭৯। খুলনা জেলায় সর্বোচ্চ ৭৯৬ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায়, ৭৬৫ জন।