• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন
  • Bengali Bengali English English

জিজ্ঞাসাবাদের জন্য মুফতি কাজী ইব্রাহীম আটক

রিপোর্টার / ১০৩ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

সম্প্রতি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহীমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত দুইটার দিকে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার জানান, তাকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মুফতি কাজী ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে বিতর্কিত নানা বক্তব্য দিয়ে আসছেন। যেসব নিয়ে ব্যাপক সমালোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। যার পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে তার বাসায় ডিবি পুলিশের অভিযানের সময় ফেসবুক লাইভে এসে র-এর এজেন্ট, গুন্ডা ডিবি পুলিশ তার বাসা ঘেরাও করেছে বলে অভিযোগ তুলে ২০ মিনিটের বেশি সময় লাইভে কথা বলেন মুফতি কাজী ইব্রাহীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ