• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন
  • Bengali Bengali English English

ঢাকার শেরাটন থেকে নিউইয়র্কের ম্যারিয়টে

রিপোর্টার / ৯২ বার
আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড নবম আসরের একটি দৃশ্যছবি : সংগৃহীত
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড নবম আসরের একটি দৃশ্যছবি : সংগৃহীত

১৬ বছর আগে ঢাকার শেরাটনে (ইন্টারকন্টিনেন্টাল) শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। দেশের নানা জেলা ঘুরে কাতার আর কলকাতায়ও হয়েছে এই আয়োজন। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসছে এই আসর। প্রথম আলোকে খবরটি জানিয়েছেন এবারের আসরের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন।

নিউইয়র্কের জে ডব্লিউ ম্যারিয়টে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠেয় এই আসরে দেশের সংগীতে ৫০ বছর ধরে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।

প্রধান পৃষ্ঠপোষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আক্তার রেনীএই আয়োজনের বিস্তারিত জানাতে গতকাল রোববার রাতে চ্যানেল আইয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর চলছে। আমরা এটাকে বড় পরিসরে উদ্‌যাপন করতে চাই। আমাদের এবারের স্লোগান “স্বাধীনতার ৫০ বছরের বাংলাদেশের গান”। এই ৫০ বছরে যেসব গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পীদের অবদানে আমাদের সংগীতাঙ্গন সমৃদ্ধ হয়েছে, সে রকম ৫০ জনকে আমরা বিশেষ সম্মাননা জানাতে চাই। সেই চিন্তা থেকে আমাদের এই আয়োজন।’

ইজাজ খান স্বপন জানালেন, ১৪ নভেম্বর নিউইয়র্ক থেকে ঘোষণা করা হবে সম্মাননাপ্রাপ্ত শিল্পীদের নাম। এই ৫০ জনের একটা অংশকে নিউইয়র্কে সম্মাননা জানানো হবে। ডিসেম্বরে ঢাকায় আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে বাকি শিল্পীদের সম্মাননা জানানো হবে। নিউইয়র্ক ও ঢাকার দুই অনুষ্ঠান একসঙ্গে করে চ্যানেল আইয়ের পর্দায় ২০২২ সালের প্রথম দিন একটি অনুষ্ঠান প্রচার করা হবে। এবার কোনো প্রতিযোগিতা থাকবে না। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের সংগীতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানানো হবে।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’–এ ছিল বিভিন্ন ধরনের পরিবেশনা। এমনই একটি পরিবেশনায় গাইছেন সাদি মহম্মদ ও শাওন

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’–এ ছিল বিভিন্ন ধরনের পরিবেশনা। এমনই একটি পরিবেশনায় গাইছেন. ছবি : সংগৃহীত

সংবাদ সম্মেলনে শাইখ সিরাজ ছাড়াও উপস্থিত ছিলেন এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আক্তার রেনী। যুক্তরাষ্ট্র থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের পরিচালক এবং চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড–২০২১–এর প্রকল্প প্রধান জহিরউদ্দিন মাহমুদ মামুন, রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায় প্রমুখ। ঢাকা থেকে ভার্চ্যুয়ালি আরও যুক্ত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও শিল্পী রফিকুল আলম। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আয়োজন বাংলাদেশ থেকে পৃষ্ঠপোষকতা করবে ঐক্যডটকমডটবিডি এবং নিউইয়র্ক থেকে দেশী মিউজিক এন্টারটেইনমেন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ