• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন
  • Bengali Bengali English English

জাবি শিক্ষার্থীকে পেটাল একদল ‘আনসার সদস্য’

রিপোর্টার / ৯৬ বার
আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
জাতীয় স্মৃতিসৌধে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

জাতীয় স্মৃতিসৌধে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।  

সোমবার বিকালে স্মৃতিসৌধের সামনে এ ঘটনা ঘটে বলে সেখানে কর্তব্যরত গণপূর্ত বিভাগের ইনচার্জ উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান।

নূর হোসেন নামের এই ছাত্র বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের (৪৬ ব্যাচ) শিক্ষার্থী। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নূর হোসেন বলেন, “আমি বিকালে স্মৃতিসৌধে ঘুরতে যাই। সেখানে অর্থের বিনিময়ে ডিউটিরত আনসার সদস্যরা কাউকে কাউকে প্রবেশ করতে দিচ্ছিল। আমি এর প্রতিবাদ করলে তারা আমাকে একটা রুমে নিয়ে আবদ্ধ করে। পরে সাত-আট জন আনসার সদস্য ঠোঁট, গলা, তলপেটে আঘাত করে। এমনকি মাথাতেও আঘাত করে।”

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, “আমি নূরকে নিয়ে এনাম মেডিকেল হাসপাতালে আছি। পুলিশ তাকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছে।”

প্রকৌশলী মিজানুর রহমান বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আনসার সদস্যের সাথে ওই শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চারজন আনসার সদস্য তাকে মারধর করে। পরে আমি সেখানে উপস্থিত হই। কিছুক্ষণ পরে পুলিশ আসে। সেখানে সাময়িক আলোচনার পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ