• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন
  • Bengali Bengali English English

টানা ৯৪ দিন পর করোনা রোগীর সংখ্যা ৫ হাজারের নিচে

রিপোর্টার / ৯৩ বার
আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

খুলনা বিভাগে সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৭ জন মারা যান। এ সময় ১ হাজার ৬২৬টি নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৮ শতাংশ। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩৮ জন। সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় আগের একই সময়ের চেয়ে ২৫৬টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৪। ওই সময় বিভাগে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৯১ জনের। শেষ ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত ও শনাক্তের হার বেড়েছে। তবে মৃত্যুর সংখ্যা কমেছে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায়। বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৮৭০ জনের। করোনা শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। সবচেয়ে কম মাগুরায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১০ জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের পর সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৬ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৯৭।
বিভাগে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৮৬ জন। মৃত্যুর হার ২ দশমিক ৭৮। মারা যাওয়া শেষ ৭ জনের মধ্যে যশোরের ৩, কুষ্টিয়ার ২ ও খুলনা ও নড়াইলের একজন করে রয়েছেন।

করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৭৮২ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায়, ৭৫১ জনের। এ ছাড়া যশোরে ৪৮৩, ঝিনাইদহে ২৬৪, চুয়াডাঙ্গায় ১৮৯, মেহেরপুরে ১৮০, বাগেরহাটে ১৪২, নড়াইলে ১১৭, মাগুরায় ৯০ ও সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগে নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রোগী কুষ্টিয়ায় ৩৭ জন। এ ছাড়া খুলনায় ২৫, বাগেরহাটে ৭, সাতক্ষীরায় ১০, যশোরে ১৪, নড়াইলে ৮, মাগুরায় ২, ঝিনাইদহে ২০, চুয়াডাঙ্গায় ১ ও মেহেরপুরে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ